News Breaking
Live
wb_sunny

Breaking News

আমি যদি ৪৬তম বিসিএস রিটেন ক্যান্ডিটেট হতাম তাহলে আগামী ৩০দিন আমার পড়ার রুটিন যেমনটা হতো

আমি যদি ৪৬তম বিসিএস রিটেন ক্যান্ডিটেট হতাম তাহলে আগামী ৩০দিন আমার পড়ার রুটিন যেমনটা হতো

 আমি যদি ৪৬তম বিসিএস রিটেন ক্যান্ডিটেট হতাম তাহলে আগামী ৩০দিন আমার পড়ার রুটিন যেমনটা হতো-

🌀বাংলা
✔️প্রথমেই সবকিছুর ফরমেট একবার দেখে নিন যেমন (সংলাপ,চিঠি,আবেদনপত্র,মানপত্র ইত্যাদি) এবং এর সাথে সারাংশ/সারমর্ম,ভাবসম্প্রসারণ বিগত প্রশ্নের গুলো ২/৩বার করে রিডিং দিন(বি.দ্র: এগুলো মুখস্থ করবেন না)-সময় ১দিন
✔️গ্রামার থেকে ৩০ মার্ক আসে,বিগত প্রশ্ন দেখে লিখিত গ্রামার,প্রয়োগ,অপপ্রয়োগ,শুদ্ধ-অশুদ্ধ,বাক্য রুপান্তর ,প্রবাদ-প্রবচন এগুলো রিভিশন দিয়ে ফেলুন- সময় ১দিন/২দিন
✔️সাহিত্য- চর্যাপদের বিগত কয়েকটি প্রশ্ন,শ্রীকৃষ্ণকীর্তনের বিগত প্রশ্ন এবং অন্যান্য বিগত প্রশ দেখুন মধ্যযুগের।তারপর আধুনিক যুগ থেকে পিএসসি এর ১১জন সাহিত্যিক এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ুন,তারপর সিলেক্টিভ কিছু সাহিত্যিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত প্রশ্ন পড়ুন(আল মাহমুদ,আহমেদ ছফা,বদর উদ্দীন ওমর,হেলাল হাফিজ অবশ্যই রাখবেন)-সময় ২দিন/৩দিন
✔️গ্রন্থ-সমালোচনা: যেহেতু সাহিত্যে পড়ে ফেলেছেন,এখন কিভাবে গ্রন্থ সমালোচনা লিখতে হয় সেই ফরমেট দেখুন,সাথে সামাজিক উপন্যাস,গ্রামীণ উপন্যাস,জেলেদের নিয়ে উপন্যাস,মনস্তাত্তিক উপন্যাস,নাটক,ভাষা আন্দোলন,ঊন-সত্তরের গণঅভ্যুত্থান,মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কিংবা ইতিহাসভিত্তিক উপন্যাস গুলো একবার দেখে নিন-সময় ১ দিন।
✔️বঙ্গানুবাদ : নতুন করে পড়ার কিছু নাই,যা পড়ছেন এতোদিন তাই,চাইলে প্রতিদিন একটু একটু করে প্যাক্টিস করতে পারেন কিংবা ইংলিশের সাথে মিলিয়ে পড়তে পারেন
🌀বাংলাদেশ-সময় ৫/৬ দিন
✔️প্রথমেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ুন যেখান থেকে প্রশ্ন আসেই( যেমন ১ম অধ্যায়,২য় অধ্যায়,৭ম অধ্যায়,৮ম অধ্যায়,১১শ অধ্যায়,১৬শ অধ্যায় )-
✔️৪র্থ অধ্যায়-অর্থনীতি( অবশ্যই বর্তমানের সাফল্যে,অর্জন(ক্রাইসিস থেকে উত্তরণ-মূল্যস্ফীতি,রিজার্ভ)-
✔️বাকি অধ্যায় এর বিগত প্রশ্ন যদি প্রাসঙ্গিক হয় বর্তমানের সাথে সেগুলো এবং বিগত প্রশ্নের আলোকে বর্তমানে আসার মত প্রশ্ন গুলো সাথে ৯ম অধ্যায়কে গুরুত্ব দিবেন অন্তর্বতীকালের সরকারের অন্য দেশের সাথে পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক সাফল্যে যা আন্তর্জাতিকে কাজে দিবে।
🌀আন্তর্জাতিক -৫/৬ দিন
1. কন্সেপচুয়াল
✔️ প্রথমেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ুন যেখান থেকে প্রশ্ন আসেই( যেমন ২য় অধ্যায়,৩য় অধ্যায়,৬ষ্ট অধ্যায়)
✔️বাকি চ্যাপ্টার এর সমসাময়িক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন
✔️বিগত ১ বছরে পত্রিকায় ব্যবহৃত বিভিন্ন আন্তর্জাতিক টার্ম
✔️বিভিন্ন প্রতিষ্ঠান যেমন WB,IMF,OPEC,BRICS,RCEP,BIMSTEC,ASEAN,OIC ,NDB etc
2. ইম্পেরিক্যাল
✔️সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ ইস্যু যেমন রোহিঙ্গা,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,মধ্যপ্রাচ্যে ইস্যু, চীন,যুক্তরাষ্ট্র,ইরান,সিরিয়া,ভারত,সমুদ্র অর্থনীতি ,বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইত্যাদি
3. প্রবলেম সলভিং/নীতিপত্র/সুপারিশপত্র-
✔️১মে ফরমেট দেখুন কিভাবে লিখতে হবে
✔️ইম্পেরিক্যাল যেহেতু পড়েছেন সেহেতু এইটা আর আলাদাভাবে পড়ার কিছু নেই তবে নাঈম ভাইয়ের বেসিক ভিউ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা একবার দেখে নিতে পারেন।
🌀বিজ্ঞান-৪/৫ দিন
✔️বিজ্ঞান ৬০ মার্কে ট্যু দ্যা পয়েন্টে লিখার মনোভাব রাখুন কারণ অনেক লিখতে হবে,প্রাসঙ্গিক হলে চিত্র দিন।
✔️ প্রথমেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ুন বিগত প্রশ্নের আলোকে যেখান থেকে প্রশ্ন আসেই( যেমন ১ম ২য়, ৪র্থ, ৭ম,৯ম,১০ম,১১তম অধ্যায়)
✔️বাকি চ্যাপ্টার বিগত পড়ুন,ইনাফ,
✔️কম্পিউটারের শুধু বিগত প্রশ্ন গুলো পড়ুন
✔️ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস এর বিগত প্রশ্ন পড়ুন
🌀রচনা/Essay-আগামী ৩০দিনের প্রতিদিন ১ঘন্টা করে এইখানে সময় দিন
✔️২০/২৫টা গুরুত্বপূর্ণ টপিকস সিলেক্ট করুন
✔️যেটা বাংলায় কিংবা ইংলিশে পড়বেন সেইটা একভাবেই পড়বেন মানে সেম যেনো হয় অর্থাৎ যে কোন একভাবে পড়বেন,হয় ইংলিশ নয় বাংলা,তবে ইংলিশে পড়াই ভালো
✔️রচনা/Essay মুখস্থ করবেন?না,শুধু পয়েন্ট খাতায় লিখবেন,পয়েন্ট এর নিচে গুরুত্বপূর্ণ তথ্য ১/২ লাইনে,যাতে এক্সামে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে যেতে পারেন।
✔️বাংলাদেশ/আন্তর্জাতিকের পড়া রচনা/essay তে এমনিতেই সহায়ক হবে।
🌀মানসিক দক্ষতা-ম্যাক্সিমাম ২দিন,তবে ভালোভাবে পড়লে সারাদিন সকাল সন্ধ্যা ১ দিনই যথেষ্ট যদি আগে একবার পড়া থাকে।
✔️শুধু বিগত প্রিলি রিটেন প্রশ্ন ব্যাখ্যা সহ আরেকবার সলভ করে নিন
🌀গণিত
✔️প্রথমে সকল সূত্র একবার করে দেখুন ২/৩দিন অন্তর অন্তর
✔️এক্সামের পূর্ব পর্যন্ত প্রতিদিন ১/২ ঘন্টা সময় দিন
✔️যে চ্যাপ্টার গুলো থেকে অংক আসবেই আসবে তা আগে ভালো ভাবে হাতে কলমে করুন,মুখে মুখে কিংবা চোখের দেখায় করবেন না(এক্সাম হলে যাওয়ার পর দেখবেন আর মিলাতে পারছেন না যদি এইভাবে ম্যাথ করেন)। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেমন-বীজগাণিতিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ ,লগ-সূচক,দুরত্ব-উচ্চতা,স্থানাংক জ্যামিতি,সেট-ভেনচিত্র,পারমুটেশন-কম্বিনেশন(যদি খুব ভালো না বুঝেন বা না পারেন তাহলে বাদ দিন এই ২টা চ্যাপ্টার)
✔️বাকি চ্যাপ্টার গুলো এটলিস্ট বিগত গুলো প্র্যাক্টিস করে যান হাতে কলমে
✔️পাটিগণিত শুধু বিগত প্রশ্ন হাতে কলমে করুন
✔️জ্যামিতি- বৃত্ত থেকে ৪/৫টাই আছে গুরুত্বপূর্ণ ওগুলো করুন,ত্রিভুজ থেকে পারলে গুরুত্বপূর্ণ গুলো পড়ুন নইলে স্কিপ করুন।
🌀ইংরেজি
✔️এক্সামের পূর্ব পর্যন্ত প্রতিদিন ১/২ ঘন্টা করে প্র্যাক্টিস করুন
✔️ইংরেজী এর ২০০ মার্ক পুরোটাই প্র্যাক্টিস নির্ভর,এই একমাসে আহামরি ভালো করা পসিবল না যদি না আগে পড়ে থাকেন।
✔️গ্রামারের রুল গুলো দেখুন,পার্টস অফ স্পিচ পরিবর্তন রিভিশন দিন
✔️সামারি লেখার কৌশল,লেটার টু ইডিটর এর ফরমেট আয়ত্ত করে নিন।
✔️প্রতিদিন ২ লাইন হলেও B2E ,E2B প্র্যাক্টিস করুন।
🌀পত্রিকা
এখন আর পত্রিকা পড়ার দরকার নাই,যদি পড়তেই হয় তাহলে শুধু আন্তর্জাতিক পাতাটা পড়ুন,সম্পাদকীয় গুরুত্বপূর্ণ কিছু থাকলে পড়ুন না হয় বাদ দিন।
সর্বোপরি আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ প্রার্থনা করুন,আগামী দিনগুলোতে ঘুম-খাওয়া নিয়মমাফিক করুন,সুস্থ থাকুন,অসুস্থ হলে এতোদিনের পরিশ্রম বৃথা যাবে।
শুভকামনায়
কামরুল হোসেন
সহকারী কর কমিশনার
৪১তম বিসিএস।



Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment