News Breaking
Live
wb_sunny

Breaking News

দ্য গুড মুসলিম - গ্রন্থ সমালোচনা

দ্য গুড মুসলিম - গ্রন্থ সমালোচনা

দ্য গুড মুসলিম - তাহমিমা আনাম

গ্রন্থ সমালোচনা

দ্য গুড মুসলিম
যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে এক নারীর সাক্ষাৎ পাবে মুক্তিযোদ্ধা সোহেল হক। তার পর থেকে বাকিটা জীবন ধরে তাকে তাড়া করে ফিরবে সেই নারীর গল্প। মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে সোহেলের বোন মায়া গ্রামাঞ্চলের স্বেচ্ছানির্বাসন থেকে বাড়ি ফিরে দেখতে পাবে আমূল বদলে গেছে তারপ্রিয় ভাইটি। আধুনিক, আদর্শবাদী, শিল্পরসিক, কেতাদুরন্ত সেই যুবক বদলে গিয়ে এখন পুরোদস্তুর ধার্মিক, যে তার একমাত্র ছেলেটিকে স্কুলের পরিবর্তে পাঠায় মাদ্রাসায়। শুরু হয় দুই বিপরীত মানসিকতার ভাইবোনের তীব্র মনস্তাত্ত্বিক সংঘাত। এক রক্তক্ষয়ী যুদ্ধের সুদীর্ঘ ছায়ায় আদর্শবাদিতা, ধর্মবিশ্বাস, পারিবারিক বন্ধন ও ভাইবোনের দ্বন্দ্বমুখর ভালোবাসার এক অনন্য কাহিনি দ্য গুড মুসলিম । দ্য গুড মুসলিম সম্পর্কেও তাহমিমা আনাম নিজের আশাবাদ ব্যক্ত করে জানালেন, বইটির বিষয়বস্তু মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের জীবন, যখন এ গোল্ডেন এজ-এর দুই পাত্রপাত্রী মায়া ও সোহেলের পথ দুটি ভিন্ন দিকে বাঁক নিয়েছে। মায়া মানবসেবার পথ বেছে নেয়, আর সোহেল আলিঙ্গন করে ধর্মকে, ছেলেকে পাঠায় মাদ্রাসায়। তাহলে কে ভালো মুসলমান? ঔপন্যাসিক তাহমিমা আনাম এই প্রশ্নটি খোলা রেখেছেন পাঠকদের নিজস্ব বিবেচনার জন্য। কথাশিল্পী হিসেবে তিনি মনে করেন, প্রশ্ন তোলাই তাঁর কাজ, কোনো উত্তর বা রায় চাপিয়ে দেওয়া নয়। দ্য গুড মুসলিম উপন্যাসে তাহমিমা আনাম আশির দশকের বাংলাদেশের রাজনীতি ও সমাজে ধর্মীয় প্রভাব বেড়ে ওঠার ছবি এঁকেছেন; একই সমাজে তিনি ধর্মনিরপেক্ষ মানবতাবোধ ও ধর্মীয় অধ্যাত্মবোধের পাশাপাশি অবস্থানের গল্প বলেছেন।

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment