News Breaking
Live
wb_sunny

Breaking News

জাপানের আইনসভার নাম (The legislature of Japan)

জাপানের আইনসভার নাম (The legislature of Japan)

                                           জাপানের আইনসভা

(The legislature of Japan)


জাপানের আইনসভা নাম

জাপানি আইনসভার নাম ‘ডায়েট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে প্রনীত নতুন সংবিধান অনুযায়ী ডায়েটের ক্ষমতা ও পরিধি অনেক বৃদ্ধি পায়। ডায়েট দুটি কক্ষ নিয়ে গঠিত। নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এবং উচ্চ কক্ষ ‘হাউস অব কাউন্সিলরস’। 

‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ 

‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ চার বছরের জন্য নির্বাচিত হয়। তবে সরকার যে কোন সময় এ হাউস বিলুপ্ত করতে পারে। বিলুপ্ত হলে ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানি রাজনীতিতে ‘ডায়েটের’ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। বর্তমানে জাপানি রাজনীতির মূলধারা ডায়েটকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে।
জাপানের আইনসভার নাম

‘হাউস অব কাউন্সিলরস’

‘হাউস অব কাউন্সিলরস’ এর সদস্য সংখ্যা ২৪২। এ সভা ৬ বছরের জন্য নির্ধারিত হয়। অর্ধেক সদস্য প্রতি ৩ বছর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এর মোট সদস্য ৪৮০। ৪৮০ জন সদস্য মোট ১১৮ টি ‘নির্বাচনি জেলা’ হতে নির্বাচিত হন। প্রত্যেক জেলায় ৩ থেকে ৫ জন সদস্য থাকেন। সদস্যরা প্রত্যক্ষ ভোটে নিবার্চিত হন। প্রত্যেক ভোটার একটি করে ভোট দেন। যে সব সদস্য সর্বোচ্চ ভোট পান তারা জেলা থেকে নির্বাচিত প্রতিনিধি হয়ে ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এ আসেন।


Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment