News Breaking
Live
wb_sunny

Breaking News

আটলান্টিক চার্টার (Atlantic Charter)

আটলান্টিক চার্টার (Atlantic Charter)

 আটলান্টিক চার্টার (Atlantic Charter)

আটলান্টিক সনদ


দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নিউ ফাউন্ডল্যান্ডের আর্জেন্টিয়া উপসাগরের মার্কিন ক্রুজার

'অগস্টা' এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ "প্রিন্স অব ওয়েলস'-এ ১৯৪১ সালের ৯-১২ আগস্ট

অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল

কতিপয় মৌলনীতি, সম্পর্কে মতৈক্যে পৌছে যে বিবৃতি প্রদান করেন, সেটাই

আটলান্টিক সনদ নামে খ্যাত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত একটি চুক্তি বা

সনদ। মার্কিন প্রেসিডেন্ট থিওডাের রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল

এতে স্বাক্ষর করেন। ১৯৪১ সালের ৯ আগস্ট এ সনদ স্বাক্ষরিত হয়। আটলান্টিক

চার্টারে যুদ্ধের পর উদ্ধৃত পরিস্থিতি কীভাবে মােকাবিলা করা হবে সে সম্পর্কে মৌলিক

নীতিমালা নির্দিষ্ট হয়। মিত্র শক্তির হাতে পরাজিত হবার পর আগ্রাসী শক্তির প্রতি কী

রকম আচরণ করা হবে, বিভিন্ন রাজ্যের ওপর অধিকার, সমুদ্রে চলাচল, বিশ্ববাণিজ্য ও

অর্থনৈতিক সম্পর্ক, অধিকৃত অঞ্চলগুলােতে সরকার ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে

ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আটলান্টিক চার্টারে বলা হয়: 

ক. এককভাবে কোনাে শক্তিই কোনাে রাজ্যে বা রাজ্যাংশ দখল করতে পারবে না, 

খ, সংশ্লিষ্ট জনগণের সম্মতি ছাড়া কোনাে রাষ্ট্রের সীমানা পরিবর্তন, পরিবর্ধন করা যাবে না, 

গ. প্রত্যেক জনগােষ্ঠীকে তাদের সরকার পদ্ধতি পছন্দ করার এবং স্বশাসনের অধিকার দেয়া হবে,

 ঘ. বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হবে এবং সকল জাতি সমভাবে কাঁচামাল পাওয়ার ধিকার পাবেক, 

৬. যুদ্ধের পর জাতিগুলাের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পূর্ণ সহযােগিতা গড়ে তুলতে হবে

এবং শ্রমিকদের মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা দেয়া হবে, 

চ. ভবিষ্যতের শান্তি- অবস্থা অবশ্যই মানুষকে অভাব ও ভীতি থেকে মুক্তি দেবে, ছ. সকলের সমু্রে

চলাচলের অধিকার থাকবে এবং 

জ. আগ্রাসী একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তােলা হবে। সােভিয়েট ইউনিয়নসহ মিত্র শক্তিভুক্ত সকলু

আটলান্টিক চার্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের পর আটলান্টিক চার্টার অনুষয়ী পশ্চিম ইউরােপীয় দেশগুলাের সুসম্পর্ক গড়ে উঠে। অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা গড়ে তােলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরােপীয় দেশগুলাের বিশেষ সম্পর্ক স্থাপিত হয়। এদিক থেকে আটলান্টিক চার্টারের প্রভাব গভীর ও নিরস্তর করা হবে ও সামগ্রিক।  




Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment