News Breaking
Live
wb_sunny

Breaking News

বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম - The first Bangla Drama

বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম - The first Bangla Drama


বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম - The first Bangla Drama 


নাটক (English: Drama) সাহিত্যের একটি বিশেষ ধরণ। নাটক মানব মানবীর হাসি কান্নার প্রতিচ্ছবি,রঙ্গমঞ্চে  অভিনয় করে উপস্থাপন করা হলে তাকে নাটক বলে । নাটকের আবশ্যক উপাদান ৩ টি।
১। চরিত্র
২। সংলাপ
৩। রঙ্গমঞ্চ
সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটক লেখা হয় অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই তার অভিনয় করার যোগ্য হতে হয়। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনেতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ।
### সার্থক নাটক
চার অঙ্ক বিশিষ্ট নাটক কে সার্থক নাটক বলে ।
বাংলা সাহিত্যের প্রথম :
নাটক:
১। প্রথম নাটক তারাচরণ শিকদারের ভদ্রার্জুন (১৮৫২)।
২। প্রথম মৌলিক/সামাজিক নাটক- রামনারায়ণ তর্করত্নের কুলীনকুলসর্বস্ব (১৮৫৪)।
৩। প্রথম সার্থক/আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা'(১৮৫৮)।
৪।প্রথম ট্র্যাজেডি নাটক যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস (১৮৫২)।
৫।প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী (১৮৬১)।

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.